Home আন্তর্জাতিক ১৯ নভেম্বর প্রেসিডেন্ট বাসভবনে বাইডেনের নাতনি বিয়ে

১৯ নভেম্বর প্রেসিডেন্ট বাসভবনে বাইডেনের নাতনি বিয়ে

SHARE

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নাতনির বিয়ের আয়োজন হতে যাচ্ছে প্রেসিডেন্ট বাসভবনে।
আগামী ১৯ নভেম্বর সেখানে এই বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে সোমবার এক প্রতিবেদনে জানিয়েছে ইন্ডিয়া টুডে।
২৮ বছর বয়সী নাওমি বাইডেন তার দীর্ঘদিনের সঙ্গী ২৪ বছর বয়সী পিটার নিলের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন। ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে আইন বিষয়ে স্নাতক করেছেন দুজনই।
বাইডেনের ছেলে হান্টার বাইডেন ও তার সাবেক স্ত্রী ক্যালিন বুলের মেয়ে নাওমির সঙ্গে পিটারের চার বছর আগে পরিচয়। এ জুটি ওয়াশিংটনে বসবাস করছেন। চুটিয়ে প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।
হোয়াইট হাউসে কোনো প্রেসিডেন্টেন নাতনির এটিই প্রথম বিয়ে। এর আগে অন্তত ১৮টি বিয়ের আয়োজন হয়েছে প্রেসিডেন্ট ভবনে, যেগুলোর বেশিরভাগই প্রেসিডেন্টের মেয়ের।
নাতনির বিয়ে নিয়ে বেশ উচ্ছ্বসিত ফার্স্ট লেডি জিল বাইডেন। তিনি বলেন, নাওমি তার বিয়ের পরিকল্পনা করছে, তারা নিজেরা পছন্দ করেছে। সে খুবই অসাধারণ ও সুন্দরী।