Home রাজনীতি ‌‌‘লবিস্ট নিয়োগ করে পোশাক খাতের বিরুদ্ধে কাজ করছে বিএনপি’

‌‌‘লবিস্ট নিয়োগ করে পোশাক খাতের বিরুদ্ধে কাজ করছে বিএনপি’

SHARE

ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে বিদেশে লবিস্ট নিয়োগ করে পোশাক শিল্প খাতের বিরুদ্ধে বিএনপি কাজ করছে বলে অভিযোগ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর বসুন্ধরা কনভেশন সেন্টারে ঢাকা অ্যাপারেল সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মধ্যম আয়ের দেশে উত্তরণের পর ২০২৬ সাল থেকে জিএসপি সুবিধা প্রত্যাহার হবে। তবে ২০২৯ সাল পর্যন্ত যেন তা অব্যাহত থাকে সে চেষ্টা চলছে।’
তিনি বলেন, ‘সরকারের কাছে খবর আছে, বিএনপি লবিস্ট নিয়োগ করেছে, বাংলাদেশ যাতে ইউরোপ-আমেরিকায় আর জিএসপি সুবিধা না পায়। ’
শাহরিয়ার আলম আরও জানান, আগামী তিন মাসের মধ্যে কারখানায় গ্যাসের সমস্যা সমাধান হবে।
এ সময় পোশাক শিল্পে বর্তমান সময়ের চ্যালেঞ্জের কথা তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।