Home খেলা আজ রোনালদোকে ছাড়াই মাঠে নামছে পর্তুগাল

আজ রোনালদোকে ছাড়াই মাঠে নামছে পর্তুগাল

SHARE

বিশ্বকাপের আগ মুহূর্তে নিজেদেরকে ঝালিয়ে নিচ্ছে দলগুলো। গতকাল আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আজ লিসবনে নাইজেরিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল। তবে এই ম্যাচে দেখা যাবে না দলটির সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে।
পেটের সমস্যায় ভুগছেন সিআরসেভেন। বুধবার দলের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেননি তিনি। পর্তুগিজ জাতীয় দলের কোচ ফার্নান্দো সান্তোস বলেছেন, ‘রোনালদো পেটের সমস্যায় আক্রান্ত হয়েছে। তাই আজ (বুধবার) দলের সঙ্গে অনুশীলন করেনি। তাকে বিশ্রামে থেকে সুস্থ হতে বলা হয়েছে। ’
শুধু রোনালদোই নন, দলের আরো কয়েকজনের পেটে সমস্যা হয়েছে। সান্তোস বলেন, ‘এটা এমন এক সমস্যা, যাতে আমরা কোনো সহযোগিতাও করতে পারছি না। পেটে সমস্যার কারণে প্রচুর পানিও বের হয়েছে তাদের শরীর থেকে। এ কারণে তারা কিছুটা দুর্বলও হয়ে পড়েছে।