বলিউডের আলোচিত প্রেমিক যুগল হৃতিক রোশন ও সাবা আজাদ। তাদের প্রেম বরাবরই বেশ চর্চিত। প্রায়ই বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা মেলে তাদের। এবার সংসার শুরুর প্রস্তুতি নিচ্ছে এই যুগল।
নতুন সংসার শুরু করতে ১০০ কোটি রুপি ব্যয়ে মুম্বাইয়ে সমুদ্রমুখী একটি ডুপ্লেক্স ফ্ল্যাট কিনেছেন হৃতিক। বিল্ডিংটির ১৫ ও ১৬ তলায় অবস্থিত সেই ফ্ল্যাটটিতে আপাতত চলছে অন্দরসজ্জার কাজ।
এর আগে, ২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পথে হাঁটেন হৃতিক। পরবর্তীতে বলি পাড়ার বেশ কয়েকজন নায়িকার সঙ্গে হৃতিকের নাম জড়ালেও কারও সঙ্গে গাঁটছড়া বাঁধেননি এ নায়ক। একাই কাটিয়ে দিয়েছেন আট বছর।
তবে দীর্ঘদিন ‘সিঙ্গেল’ থাকার পর আবারও বসন্তের ছোঁয়া পান সাবার সৌজন্যে। সে কারণেই আর দেরি না করে জীবনের নতুন ইনিংস শুরু করতে যাচ্ছেন হৃতিক।