Home বিনোদন জাপানিজদের আমার খুবই ভালো লাগে : শ্রাবন্তী

জাপানিজদের আমার খুবই ভালো লাগে : শ্রাবন্তী

SHARE

কাতার বিশ্বকাপে যেন প্রতিনিয়ত অঘটন ঘটছেই। এবার জাপানের কাছে ধরাশায়ী হলো চারবার বিশ্বকাপ জয় করা জার্মানি। আর এ নিয়ে গরম সামাজিক যোগাযোগ মাধ্যম।
এর রঙ লেগেছে যেন সবখানে। সাধারণ মানুষের পাশাপাশি মিডিয়া জগতের সবাই মেতেছেন ফুটবলে। নিজেদের পছন্দের ফুটবল দলকে সমর্থন দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে শেয়ার করছেন বিভিন্ন পোস্ট।এই ম্যাচে নিয়ে ফেসবুকে পোস্ট করলেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী।
জাপানিদের প্রশংসা করে তিনি লিখেছেন, ‘জাপানিজদের আমার খুবই ভালো লাগে। চিংকু চিংকু কিউট। কিন্তু জার্মানিকে সমর্থন জানাচ্ছি।’ শ্রাবন্তীর সেই পোস্টে একজন লিখেছেন, ‘আপু, মাঝে মাঝে ভালো মানের খেলার জন্য ছোট দলকে অনুপ্রাণিত করতে হয়।’জবাবে এই অভিনেত্রী লেখেন, ‘আপনারা অনুপ্রাণিত করতে থাকেন। আমি একজন একটু আলাদা থাকি। সবাই অনুপ্রাণিত করলে জার্মানির সমর্থক কে হবে?’
কিন্তু খেলা শেষে মন খারাপ এই অভিনেত্রীর। ম্যাচ শেষে আরেকটি স্ট্যাটাস দিয়েছেন শ্রাবন্তী। যেখানে তিনি কান্নার ইমোজি দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। অভিনেত্রী লিখেছেন, ‘আর্জেন্টিনা, জার্মানি। এরপর?’ অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন, আর্জেন্টিনা, জার্মানির হারের পর কার পালা। শ্রাবন্তীর সেই পোস্টের নিচে অধিকাংশ মন্তব্যে জমা পড়েছে ব্রাজিলের নাম।
ছোট ও বড় পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ইপ্সিতা শবনম শ্রাবন্তী। মডেলিং দিয়ে যাত্রা শুরু করলেও ‘রং নাম্বার’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারে বড় সফলতা অর্জন করেন তিনি। নাটক, টেলিফিল্ম ও বিজ্ঞাপন সব মাধ্যমেই বিচরণ এবং সমান জনপ্রিয়তা ছিল শ্রাবন্তীর।