Home খেলা রিচার্লিসন ঝড়ে উড়ে গেলো সার্বিয়া, জয়ে শুরু ব্রাজিলের হেক্সা মিশন

রিচার্লিসন ঝড়ে উড়ে গেলো সার্বিয়া, জয়ে শুরু ব্রাজিলের হেক্সা মিশন

SHARE

হেক্সা জয়ের লক্ষ্যেই কাতারে এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। বিশ্বকাপের ‘জি’ গ্রুপে নিজেদের ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারায় সেলেসাওরা। দলের পক্ষে গোল দুইটি করেন রিচার্লিসন। রিচার্লিসনের জোড়া গোলে জয় নিশ্চিত হয় ব্রাজিলের। এই জয় দিয়েই বিশ্বকাপে নিজেদের হেক্সা মিশন শুরু করলো তিতের শীষ্যরা।
কাতারের লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১টায় শুরু হয় ম্যাচটি। ম্যাচের প্রথমার্ধে দুই দলের কেউই কারো জালে বল জড়াতে পারেনি। এতে গোলহীন ছিল প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরও চাপ সৃষ্টি করে ব্রাজিলিয়ানরা। যার ফলস্বরূপ ৬২ মিনিটেই পায় প্রথম গোলের দেখা। দলের পক্ষে প্রথম গোলটি করেন রিচার্লিসন। ১০ মিনিট পর ৭৩ মিনিটের মাথায় আবারও সার্বিয়ার জালে বল জড়ান রিচার্লিসন। তার জোড়া গোলেই জয়র পথ সহজ করে দেয় ব্রাজিলের।