শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, ভবিষ্যতে কোথাও বন্যার মতো সমস্যা দেখা গেলে শুধু সেখানে পরীক্ষা স্থগিত থাকবে। আর সারা দেশে পরীক্ষা চলমান রাখা হবে।
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ নিয়ে আজ সোমবার (২৮ নভেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে এ কথা জানান।
শিক্ষামন্ত্রী বলেন, হঠাৎ পরীক্ষা বন্ধ হলে বা পিছিয়ে গেলে সমস্যা হয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি কোথাও কোনো সমস্যা দেখা দিলে সেখানে স্থগিত রেখে সারা দেশে পরীক্ষা নেব। বড় কোনো সমস্যা না হলে আমরা পরীক্ষা কন্টিনিউ করবো। আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেব।
চলতি বছরে সিলেটে বন্যার কারণে কয়েক মাস পিছিয়ে যায় এসএসসি পরীক্ষা।
সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের সারসংক্ষেপ হস্তান্তর করেন। এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলী হলে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল ঘোষণা করেন শেখ হাসিনা।
এ বছর পাসের হার ৮৭.৪৪ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৩.৫৮ শতাংশ।