Home খেলা অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে চিন্তিত আর্জেন্টাইন কোচ

অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে চিন্তিত আর্জেন্টাইন কোচ

SHARE

সব সমীকরণকে পেছনে ফেলে ‘সি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়ন হয়ে নকআউট নিশ্চিত করেছে আর্জেন্টিনা। বাঁচা-মরার ম্যাচে পোল্যান্ডকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে আলবিসেলেস্তেরা। কাতার বিশ্বকাপের শুরু থেকেই হট ফেভারিট তকমা লিওনেল মেসির দলের। প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে হেরে সেই ভাবনায় ভাটা পড়ে। তবে সময়ের সঙ্গে ঠিকই জ্বলে উঠেছে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচ শেষে লিওনেল স্কালোনি জানান শেষ ষোলোতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি সহজ হবে না।
পোল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণে চাপে রাখে দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। গোলশূন্য দ্বিতীয়ার্ধের পর দুই তরুণ ফুটবলারেরর জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় নিয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করে আর্জেন্টিনা।
স্টেডিয়াম ৯৭৪ এ অনুষ্ঠিত ম্যাচে জয়ের ফলে গ্রুপসেরা হওয়ায় দ্বিতীয় রাউন্ডে অস্ট্রেলিয়াকে সামনে পায় স্কালোনির দল। অজিরা শেষবার ২০০৬ সালে দ্বিতীয় রাউন্ডে খেলেছিল। আজ ইউরোপের জায়ান্ট ডেনমার্ককে চমকে দিয়ে জয় তুলে নেয় সকারুজরা।
অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে চিন্তিত স্কালোনি বলেন, আমাদের আর দুটি সকাল পরেই মাঠে নামতে হবে। অথচ অস্ট্রেলিয়া ইতোমধ্যে বিশ্রামে রয়েছে। কিন্তু ফিফার নিয়ম অনুসারে দুই দলকে মাঠ নামতে হবে। সকারুজদের বিপক্ষে ম্যাচটি অন্যান্য ম্যাচের মত গুরত্বপূর্ণ।
কাতারের আহমেদ বিন আলী স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩ ডিসেম্বর (শনিবার) রাত ১টায়।