Home আন্তর্জাতিক বিক্ষোভের পর লকডাউন শিথিল করল চীন

বিক্ষোভের পর লকডাউন শিথিল করল চীন

SHARE

কোভিড পরিস্থিতি শূন্যের কোটায় নামিতে আনতে কঠোর অবস্থান থেকে সরে আসছে চীন সরকার। ব্যাপক বিক্ষোভে বাধ্য হয়ে কঠোর লকডাউন শিথিল করার ইঙ্গিত দিয়েছেন দেশটির শীর্ষ কোভিড কর্মকর্তারা।
বৃহস্পতিবার সাংহাই এবং গুয়াংজু প্রদেশের কয়েকটি জেলার লকডাউন তুলে নিয়েছে কর্তৃপক্ষ।
বুধবার জাতীয় স্বাস্থ্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট সান চুনলান বলেন, ওমিক্রন ধরনটি দুর্বল হয়ে যাচ্ছে এবং টিকাগ্রহণের হারও বৃদ্ধি পেয়েছে।
এই নতুন পরিস্থিতিতে নতুন নীতি প্রয়োজন বলে মন্তব্য করেছেন তিনি।

তার এ সর্বশেষ বক্তব্যে চলমান জিরো-কোভিড নীতির কথা উল্লেখ না করে এটি শিথিল করার ইঙ্গিত দিয়ে বলেন, এটি খুব শিগগিরই শিথিল করা হতে পারে।
চীনের দক্ষিণাঞ্চলীয় শিল্পাঞ্চল গুয়াংজুতে মঙ্গলবার রাতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের পর রেকর্ড সংখ্যক ভাইরাসে আক্রান্ত হওয়া সত্ত্বেও ওই অঞ্চলের সপ্তাহব্যাপী লকডাউন আংশিক শিথিল করার পর চুনলানের এই বক্তব্যটি এলো।
বুধবার নগরীর হাইঝুসহ ১১টি ডিস্ট্রিক্টের সবগুলোর লকডাউন শিথিল করা হয়। হাইঝুতেই সম্প্রতি বিক্ষোভের ঘটনা ঘটে।
গত কয়েকদিন ধরে গুয়াংজুসহ বিভিন্ন জায়গায় লকডাউনবিরোধী বিক্ষোভ হচ্ছে। বিক্ষোভ দমাতে মাঠে রয়েছে সাদা পোশাকধারী পুলিশ। আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।