শাহরুখ খানের নায়িকা হিসেবে বলিউডে অভিষেক হয় পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের। আলোচিত সেই সিনেমার নাম ‘রইস’। যা দিয়ে বেশ জনপ্রিয় হয়ে ওঠেন মাহিরা। তবে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক যেন অন্তরায় হয়ে দাঁড়ায় তার সামনে। আপাতত ভারতে কাজ করছেন না মাহিরা। তবু দর্শক মনে রেখেছে তাকে।
সম্প্রতি সৌদি আরবে গিয়ে ব্যাগ খুইয়েছেন মাহিরার। সেখানে রেড সি চলচ্চিত্র উৎসবে যোগ দিতে যাওয়ার সময় এই অঘটন ঘটে। টুইট করে নিজের ক্ষোভ উগরে দেন অভিনেত্রী নিজেই।
মাহিরা লেখেন, ‘তিন দিন ধরে সৌদি আরবে রয়েছি। আমি পৌঁছেছি। কিন্তু, আমার ব্যাগ হারিয়ে গিয়েছে। যার জন্য দায়ী সৌদি আরবের উড়ান সংস্থা। একাধিকবার আমি খোঁজ নিচ্ছি, কোনও সদুত্তর পাচ্ছি না বিমান সংস্থার পক্ষ থেকে। আশা করছি এই টুইটের পর সৌদি আরবের বিমান সংস্থা এই বিষয়ে যোগাযোগ করবেন।’
সৌদি আরবের জেদ্দায় বলিউড থেকে একাধিক শিল্পী গিয়েছেন। মাহিরার নায়ক শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, অক্ষয় কুমার, হৃত্বিক রোশন, রণবীর কাপুর অনেকেরই দেখা মিলেছে। সবারই অভিজ্ঞতা বেশ ভালো। তবে মাহিরা ব্যতিক্রম। ব্যাগ হারিয়ে বিপাকে পড়েছেন তিনি।
তথ্যসূত্র : আনন্দবাজার