চুয়াডাঙ্গায় আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের একটি ইটভাটার কাছ থেকে মস্তকবিহীন এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকাল ৯টার দিকে আলমডাঙ্গা থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
ওই ছাত্রের নাম আবির হোসেন (১০)। সে কয়রাডাঙ্গা নূরানী হফেজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র এবং ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামের আলী হোসেনের ছেলে।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান মুন্সি জানান, মঙ্গলবার রাতে মাদ্রাসা থেকে ওই ছাত্র নিখোঁজ হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ খোঁজাখুজি করেও পায়নি। সকালে মাদ্রাসা সংলগ্ন মশিউরের ইটভাটার পাশে মস্তকবিহীন লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে মাদরাসা কর্তৃপক্ষ লাশটি আবির হোসেনের বলে সনাক্ত করে।