Home খেলা আর্জেন্টিনার শিরোপা জয়, ‘পাগলাটে’ উদযাপন মাশরাফির

আর্জেন্টিনার শিরোপা জয়, ‘পাগলাটে’ উদযাপন মাশরাফির

SHARE

আর্জেন্টিনার পাঁড় সমর্থক বাংলাদেশের ওয়ানডে দলের সফলতম অধিনায়ক। প্রিয় দলের শিরোপা জয়ে বুনো উল্লাস করেছেন মাশরাফি। উদযাপনের ভিডিও নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন তিনি।
দম বন্ধ করা ফাইনালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির হাতে উঠেছে পরম আরাধ্যের শিরোপা, ৩৬ বছরের অপেক্ষা ফুরিয়েছে আলবিসেলেস্তেদের। প্রিয় দলের বিশ্বজয়ে আর্জেন্টিনার বাংলাদেশি ভক্ত-সমর্থকরা উচ্ছ্বাসে ভেসে গেছেন। হই-হুল্লোড় করে শিরোপা জয় উদযাপন করেছেন তারা। এই তালিকায় আছেন মাশরাফি বিন মুর্তজাও।
আর্জেন্টিনার পাঁড় সমর্থক বাংলাদেশের ওয়ানডে দলের সফলতম অধিনায়ক। প্রিয় দলের শিরোপা জয়ে মাশরাফিও বুনো উল্লাস করেছেন। কিছুক্ষণের জন্য তিনি হয়ে ওঠেন ঢোলক। অনেক মানুষের ভীড়ে দাঁড়িয়ে ঢোল বাজিয়ে যেতে থাকেন অভিজ্ঞ ক্রিকেটার।
উদযাপনের ভিডিও নিজের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছেন মাশরাফি। ক্যাপশনে লিখেছেন, ‘বোঝার পরে আমার ২৮ বছরের অপেক্ষা। শেষমেশ উদযাপনটা বাচ্চাদের সাথেই করতে পারলাম। অভিনন্দন আর্জেন্টিনা। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, ইনশা আল্লাহ কোনো একদিন বাংলাদেশের জন্য এমন উদযাপন করতে চাই।’
এর আগে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকেও পোস্ট দেন মাশরাফি। সেই পোস্টে তিনি লেখেন, ‘আমিও আজ আবেগাক্রান্ত,আর্জেন্টিনার জয় দেখেছি অনেক, কিন্তু বিশ্বকাপ জয় প্রথম। লিও তোমার প্রতি অফুরান ভালোবাসা। কিন্তু আমার গুরু তো স্রেফ একজন, যে আজ এই পৃথীবিতে নেই। সে থাকলে আজ কী করতো কে জানে! তার মতো আবেগ দিয়ে কেউ ফুটবল খেলেছে কিনা সন্দেহ। গুরু তোমায় আজ অনেক মিস করছি। ওপারে ভালো থেকো, দ্য গ্রেটেস্ট ম্যারাডোনা।’
মাশরাফি আরও লিখেছেন, ‘অভিনন্দন আর্জেন্টিনা, অভিনন্দন মেসিবাহিনীকে। স্পেশালি কোচ স্কালোনিসহ পুরো কোচিং স্টাফকে। সেই সাথে অভিনন্দন বাংলাদেশসহ পৃথিবীর লক্ষ লক্ষ আর্জেন্টিনা সমর্থকদের, যারা হাজারো কটুক্তি আর কথা হজম করে, শুধু এই দিনটার অপেক্ষায় ছিলো। আজ তোমাদের দিন আনন্দ করার, আর অন্যদের দেখার।’