Home আন্তর্জাতিক ২০২৩ সালেই শেষ হবে ইউক্রেন যুদ্ধ : প্রত্যাশা জাতিসংঘ মহাসচিবের

২০২৩ সালেই শেষ হবে ইউক্রেন যুদ্ধ : প্রত্যাশা জাতিসংঘ মহাসচিবের

SHARE

২০২৩ সালে শেষ হবে ইউক্রেন যুদ্ধ এমন আশাবাদ ব্যক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
এই যুদ্ধ বন্ধ করতে সব ধরনের পদক্ষে নেওয়ার আহ্বানও জানিয়েছেন জাতিসংঘ প্রধান।

এসময় জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতা করা ইউক্রেন-রাশিয়া শস্য চুক্তির কথাও উল্লেখ করেন গুতেরেস। তার মতে এই চুক্তি শস্য ও সার রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
চুক্তির কারণে ইউক্রেনের তিন বন্দর দিয়ে কৃষ্ণ সাগর হয়ে এখন পর্যন্ত ১৪ মিলিয়ন মেট্রিকটন খাদ্যশস্য বিদেশে গেছে বলেও জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব।
রাশিয়া ও ইউক্রেনের সাথে বন্দিবিনিময় আরও কার্যকর করতেও কাজ করার কথা জানিয়েছেন গুতেরেস।