Home জাতীয় ঢাকা উত্তরের রাস্তা বীর মুক্তিযোদ্ধাদের নামে করা হবে : মেয়র আতিক

ঢাকা উত্তরের রাস্তা বীর মুক্তিযোদ্ধাদের নামে করা হবে : মেয়র আতিক

SHARE

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) যেসব রাস্তাঘাটের কাজ চলমান রয়েছে, সেগুলো মুক্তিযোদ্ধাদের নামে নামকরণ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।
তিনি বলেন, এর মাধ্যমে আগামী প্রজন্ম মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের অফিসে একটি কক্ষ মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ দেওয়া হচ্ছে। সেখানে মুক্তিযোদ্ধাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা রাখা হবে।
আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র।
তিনি বলেন, আমাদের এই দেশটি পেয়েছি বীর মুক্তিযোদ্ধাদের জন্যই। তাদেরই যদি সম্মান করতে না পারি তাহলে কীসের সিটি কর্পোরেশন? আমরা যদি মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করতে পারি তাহলে নিজেরাই সম্মান বোধ করব। ডিএনসিসির রাস্তাগুলো বীর মুক্তিযোদ্ধাদের নামে নামকরণের কাজ আমরা শুরু করেছি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে ইতোমধ্যে চিঠি দিয়েছি।
ডিএনসিসি মেয়র বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মান দেখিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন নগরভবনে একটি রুম বরাদ্দ দেওয়া হচ্ছে। সেখানে কাজে গিয়ে তারা বসতে পারেন। ভোগান্তিহীনভাবে সব কাজ করে করে আনতে পারেন, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি।
আতিকুল ইসলাম বলেন, শুধু ১০ বছরের জন্য নয় একজন বীর মুক্তিযোদ্ধার কবর সারাজীবন সংরক্ষণ করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। খরচ ছাড়া ডিএনসিসির আওতাধীন সবগুলো কবরস্থানে মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যদের কবর দেওয়ার ব্যবস্থা করে দেবে ডিএনসিসি।
খাল, ফুটপাত দখল প্রসঙ্গে আতিকুল ইসলাম বলেন, আমরা সবাই শুধু মুখে বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এ কথা বলেও আমরা খালের জায়গা দখল করে নিচ্ছি, ফুটপাত দখল করে নিচ্ছি। এমন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যে বীর মুক্তিযোদ্ধারা নিজের জীবন বাজি রেখে দেশটাকে স্বাধীন করেছেন সেই দেশে দখলদারদের কোনো ছাড় দেওয়া হবে না। জনগণের সম্পদ জনগণকে ফিরে দিতে হবে। দখলদারদের বিরুদ্ধে আমরা অভিযান পরিচালনা করব, সেখানে কিন্তু কেউ ছাড় পাবেন না।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান প্রমুখ।