Home জাতীয় আ.লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে স্পিকারের অভিনন্দন

আ.লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে স্পিকারের অভিনন্দন

SHARE

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায়- জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন।
সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান।
২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিলের মাধ্যমে শেখ হাসিনা আওয়ামী লীগের সভাপতি পুননির্বাচিত হন।
এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, হুইপ মাহবুব আরা বেগম গিনি, হুইপ আতিউর রহমান আতিক ও হুইপ শামসুল হক চৌধুরী তাকে ফুলেল শুভেচ্ছা জানান।