খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাংলাদেশে পর্যাপ্ত ধান-চাল মজুদ রয়েছে। এজন্য খাদ্য নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। কেউ অবৈধ মজুদ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ সদর খাদ্য গুদাম পরিদর্শন শেষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, সরকার খাদ্যশষ্য উৎপাদনে কৃষকদের সব ধরনের সহযোগিতা করছে। আওয়ামী লীগ সরকার জনগণের ভাগ্য উন্নয়নে বদ্ধপরিকর। বায়োফর্টিফাইড জিঙ্ক রাইসের মাধ্যমে দেশের মানুষের জিঙ্কের ঘাটতি পূরণ করা সম্ভব। পুষ্টিহীনতা দূর করতে জিঙ্ক সমৃদ্ধ ধানের আবাদ বাড়াতে কৃষকদের প্রতি আহ্বান জানান। সেইসাথে ধান, চাল ও গম ক্রয় এবং সংগ্রহের বিষয়ে পরামর্শমূলক দিকনির্দেশনা প্রদান করেন। এদিকে পরিদর্শনকালে কয়েকটি গুদামে ধান সংগ্রহের লক্ষ্যমাত্র অর্জিত হয়েছে কিনা সে বিষয়ে তিনি খতিয়ে দেখেন।
এ সময় জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (রাজশাহী) জি এম ফারুক হোসেন পাটোয়ারী, জেলা খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি, খাদ্য সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আনোয়ার হোসেন, খাদ্য পরিদর্শক অলিউর রহমান ও উপ-খাদ্য পরিদর্শক গোপাল চন্দ্র শীল (স্বপন) উপস্থিত ছিলেন।