Home খেলা প্রতিপক্ষের জোড়া আত্মঘাতী গোলে জয় লিভারপুলের

প্রতিপক্ষের জোড়া আত্মঘাতী গোলে জয় লিভারপুলের

SHARE

ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে জয় পেয়েছে লিভারপুল ও ব্রেন্টফোর্ড। ঘরের মাঠ অ্যানফিল্ডে লেস্টার ডিফেন্ডারের জোড়া আত্মঘাতী গোলে ২-১ গোলে জয় পেয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা।
পুরো ম্যাচের দল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল লিভারপুল। তবে প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি কেউই। চার মিনিটে লেস্টারকে এগিয়ে নেন ডেউসবারি-হল। এরপর ৩৮ ও ৪৫ মিনিটে বেলজিয়াম সেন্টার-ব্যাক ফাসের ভুলে জোড়া আত্মঘাতী গোল হজম করে লেস্টার সিটি।
ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।
আরেক ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়েছে ব্রেন্টফোর্ড।
এ জয়ে ১৬ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে লিভারপুল। আর ১৫ ম্যাচে ২৯ পয়েন্টে পাঁচে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল। ১৭ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে ১৩ নম্বরে লেস্টার সিটির। আর ১৭ ম্যাচে পাঁচ জয় ও আট ড্রয়ে ব্রেন্টফোর্ডের পয়েন্ট ২৩।