Home জাতীয় বর্তমান সরকারের ডিজিটাল সেবা প্রদান সবার মাঝে পৌঁছে যাচ্ছে : রেলপথমন্ত্রী

বর্তমান সরকারের ডিজিটাল সেবা প্রদান সবার মাঝে পৌঁছে যাচ্ছে : রেলপথমন্ত্রী

SHARE

রেলপথমন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন বর্তমান সরকারের ডিজিটাল সেবা সবার মাঝে পৌঁছে যাচ্ছে। মানুষ ঘরে বসেই ডিজিটাল সব সেবা পেয়ে উপকৃত হচ্ছেন। সরকার মেট্রোরেল সেবা চালু করেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটসহ ডিজিটাল উন্নত সেবা প্রদান করছেন। মন্ত্রী আরো বলেন, সরকার শিক্ষাক্ষাতে ব্যাপক উন্নয়ন অব্যাহত রেখেছেন, বছরের শুরুতেই শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করছেন।
গতকাল রবিবার বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের পাঠ্যপুস্তক উৎসবে প্রধান অতিধি হিসেবে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ অনুষ্ঠানে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার বহ্নি শিখা আশা এর সভাপতিত্বে পাঠ্য পুস্তক উৎসবে বই বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিষ্টার কৌশিক নাহিয়ার নাবিদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, পৌর মেয়র অ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, বোদা পাইলট মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক জামিউল হক প্রমুখ। মন্ত্রী এর আগে ময়দানদিঘী ইউনিয়নের নবাবগঞ্জ বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে বিনামূল্যে বই বিতরণ করেন এবং শীতার্ত মানুষদের মাঝে শীতবন্ত্র কম্বল বিতরণ করেন।