Home খেলা টেনিসকে বিদায় জানাবেন সানিয়া মির্জা

টেনিসকে বিদায় জানাবেন সানিয়া মির্জা

SHARE

পেশাদার টেনিসকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অন্যতম জনপ্রিয় টেনিস তারকা সানিয়া মির্জা। দুবাইতে অনুষ্ঠিত আগামী ডব্লিউটিএ-১০০০ টুর্নামেন্টের পরে টেনিস থেকে অবসর নেবেন তিনি।
সম্প্রতি মহিলা টেনিস অ্যাসোসিয়েশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন সানিয়া। অবসরের কারণ হিসেবে তার স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার কথাও বলেছেন তিনি।
তার দাবি, বহুদিন ধরে কাফ মাসলের চোটের সমস্যায় ভুগছেন তিনি।
এর আগে গেল বছরের শেষ দিকেও অবসরের ইচ্ছে প্রকাশ করেছিলেন ৩৬ বছর বয়সী টেনিস তারকা। তবে কনুইয়ের চোটের কারণে ইউএস ওপেনে অংশ নিতে পারেননি তিনি। এ কারণেই তার অবসরে বিলম্ব হয়।
তার বক্তব্য অনুযায়ী, জানুয়ারিতে অস্ট্রেলিয়া ওপেনে শেষ গ্র্যান্ড স্ল্যাম খেলবেন এই টেনিস তারকা। এ টুর্নামেন্টে কাজাখিস্তানের আনা দানিলিনার সঙ্গে খেলবেন সানিয়া।
সানিয়া মির্জাকে এখনো পর্যন্ত ভারতের সর্বশ্রেষ্ঠ টেনিস খেলোয়াড়ের মর্যাদা দেওয়া হয়। তার ঝুলিতে ছয়টি গ্র্যান্ড স্ল্যাম ডাবলস শিরোপা আছে। এ ছাড়া ২০১৬ সালে অস্ট্রেলিয়া ওপেনে নারীদের ডাবলস শিরোপা জিতেন তিনি।