Home খেলা ভিয়ারিয়ালের কাছে হার, বার্সাকে টপকানো হলো না রিয়ালের

ভিয়ারিয়ালের কাছে হার, বার্সাকে টপকানো হলো না রিয়ালের

SHARE

নতুন বছরে লা লিগার মিশনটা ভালোভাবে শুরু করতে পারল না রিয়াল মাদ্রিদ। বর্তমান চ্যাম্পিয়নরা ভিয়ারিয়ালের মাঠে গিয়ে হেরেছে ২-১ গোলে। ম্যাচের শুরু থেকেই ধুঁকলেন করিম বেনজেমা, ভিনিসিয়াস-জুনিয়ররা। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেই হয়েছে ম্যাচের সবগুলো গোল।
শনিবার (৭ জানুয়ারি) দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। ৪৭ মিনিটে ইরেমি পিনোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে সমতায় ফেরান বেনজেমা। কিন্তু তিন মিনিট পরই জেরার্দ মোরেনোর গোলটি গড়ে দেয় ম্যাচের ভাগ্য।
এই হারে পয়েন্ট টেবিলে শীর্ষে ফেরার সুযোগ হাতছাড়া হলো লিগের বর্তমান চ্যাম্পিয়নদের। ১৬ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে তারা। এক ম্যাচ কম খেলা বার্সোলোনা গোল পার্থক্যে এগিয়ে রয়েছে শীর্ষে।
২০১৮ সালের পর রিয়ালকে হারানোর দারুণ তৃপ্তি পাওয়া ভিয়ারিয়াল ২৭ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে। ঘরের মাঠে রিয়ালের বিপক্ষে সবশেষ ছয় ম্যাচের পাঁচটিতেই ড্র করা ভিয়ারিয়াল এই ম্যাচে জয় তুলে নিয়েছে।