Home আন্তর্জাতিক মা ডায়ানার মৃত্যুর পর একবার কেঁদেছিলেন প্রিন্স হ্যারি

মা ডায়ানার মৃত্যুর পর একবার কেঁদেছিলেন প্রিন্স হ্যারি

SHARE

আত্মজীবনীমূলক বই ‘স্পেয়ার’ আনুষ্ঠানিকভাবে প্রকাশের আগে একের পর এক বিস্ফোরক তথ্য দিচ্ছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স হ্যারি।
মঙ্গলবার বইটির মোড়ক উন্মোচনের আগে আইটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ১৯৯৭ সালে তার মা প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার মৃত্যুর পর শুধু একবার কেঁদেছিলেন।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সাক্ষাৎকারে প্রিন্স হ্যারি তার মায়ের মৃত্যুর পরের পরিস্থিতি জানান। তার ভাষ্য, শোকার্ত লোকজনের সামনে আবেগ প্রকাশ করতে পারেননি তিনি ও তার ভাই প্রিন্স উইলিয়াম।
প্রিন্সেস ডায়ানাকে সমাহিত করার পর কাঁদার কথা জানান হ্যারি।
ডিউক অফ সাসেক্স জানান, কেনসিংটন প্যালেসের বাইরে ফুল দিতে আসা লোকজনের মধ্যে হাঁটার সময় তিনি অপরাধবোধে ভুগছিলেন।
প্রিন্সেস হ্যারির আত্মজীবনীর বড় অংশজুড়ে রয়েছে ডায়ানার অনুপস্থিতি। অপ্রকাশিত বইটির নির্যাস ফাঁস হয়েছে এবং কিছু কপি এরই মধ্যে স্পেনে বিক্রি হয়েছে।
স্প্যানিশে অনূদিত নির্বাচিত অংশের কপি পেয়েছে বিবিসি, যার অনুবাদ করা শুরু করেছে সংবাদমাধ্যমটি।
আইটিভিতে হ্যারির সাক্ষাৎকার প্রকাশ হবে স্থানীয় সময় রোববার সন্ধ্যায়, যাতে ব্রিটিশ রাজপরিবারের এ সদস্য বলেন, মায়ের মৃত্যুর কয়েক দিন পর শোক জানাতে আসা লোকজনের সঙ্গে তিনি ও তার ভাইয়ের সাক্ষাতের ফুটেজগুলো দেখেছেন।
তিনি বলেন, ‘আমি সমাধিতে একবারের জন্য কেঁদেছি এবং বিষয়টি কতটা অদ্ভুত ছিল, সে বিষয়ে বিস্তারিত (স্পেয়ারে) লিখেছিৃ।’