সব সময় একসঙ্গে পার্টি করতে দেখা যায় অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে, শাহরুখ খানের কন্যা সুহানা খান, সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুরকে। শানায়া এখনো বলিউডে পা রাখেননি। কিন্তু আড্ডা-পার্টির জন্য বছরজুড়ে আলোচনায় থাকেন তিনি। নতুন খবর হলো, চুটিয়ে প্রেম করছেন শানায়া।
একটি সূত্র হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘শানায়া কাপুর এখন আর সিঙ্গেল নেই। ২৩ বছর বয়েসী এই তারকা সন্তান মুম্বাইয়ের করন কোঠারি নামে একজনের সঙ্গে প্রেম করছেন।’
প্রেমিকের বিষয়ে কোনো কিছু প্রকাশ করতে চান না শানায়া। তা উল্লেখ করে সূত্রটি বলেন, ‘শানায়া কাপুর তার প্রেমিকের বিষয়ে কোনো কিছু সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন না। মূলত, এসব বিষয় নিয়ে কথা বলতেও চান না তিনি। তবে বন্ধুদের সঙ্গে করনকে পরিচয় করিয়ে দিয়েছেন শানায়া। করন-শানায়াকে মাঝেমধ্যে একসঙ্গে দেখা যায়; একসঙ্গে তারা দারুণ সময় কাটান।’
এ বিষয়ে শানায়া ও করনের সঙ্গে কথা বলার জন্য যোগাযোগ করেও তাদের পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
সঞ্জয় কাপুর-মাহিপ কাপুর দম্পতির কন্যা শানায়া কাপুর চলতি বছরে বলিউডে পা রাখবেন। গত বছর শানায়া জানান, পরিচালক-প্রযোজক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি। গত জুলাই মাসে ‘দেধাদক’ শিরোনামের এ সিনেমার শুটিং শুরু করেন শানায়া।