গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠে দুই মুসল্লির মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন গাজীপুরের ভুরুলিয়া এলাকার আবু তৈয়ব (৯০) এবং সিলেটের জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটপাড়া এলাকার মো. নুরুল হক (৬৩)।
বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর জানান, আবু তৈয়ব সকাল ১০টার দিকে বার্ধক্যজনিত রোগে এবং নুরুল হক শ্বাসকষ্টে মারা যান।
বাদ জোহর ইজতেমার ময়দানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে। মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, এবারও দুই পর্বে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে। মাওলানা জুবায়েরের অনুসারীরা ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত এবং সাদ কান্ধলভীর অনুসারীরা আগামী ২০ থেকে ২২ জানুয়ারি পর্যন্ত ইজতেমা পালন করবেন।