টঙ্গীতে বিশ্ব ইজতেমায় অসুস্থ হয়ে মারা গেছেন আরও ৩ মুসল্লি। এ নিয়ে ইজতেমায় মোট ৬ জনের মৃত্যু হলো। ফজরের নামাজের সময়ই তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ জানুয়ারি) ইজতেমা আয়োজক কমিটি এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন। টঙ্গীতে লাখো মুসল্লির জমায়েতে মুখর ইজতেমা ময়দান। শীত উপেক্ষা করেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা জড়ো হয়েছেন তুরাগ তীরে। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আগামীকাল শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথমপর্ব।
দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু হবে আগামী ২০ জানুয়ারি।
এদিকে, ইজতেমাকে কেন্দ্র করে তৎপর রয়েছে আইনশৃংঙ্খলা বাহিনী। মোতায়েন হয়েছে ১০ হাজারের বেশি সদস্য। বসানো হয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা।