Home জাতীয় ‘দেশে একজন মানুষও ভূমিহীন থাকবে না’

‘দেশে একজন মানুষও ভূমিহীন থাকবে না’

SHARE

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের লক্ষ্য, দেশে একজন মানুষও ভূমিহীন কিংবা ঠিকানাবিহীন থাকবে না।

রোববার (১৫ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, যেকোনো কাজে বাধা আছে, বাধা থাকবেই। সেটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। আমাদের প্রাকৃতিক দুর্যোগ, মনুষ্যসৃষ্ট দুর্যোগ আর কিছু আন্তর্জাতিক বাধা বরাবরই আছে। এরপরও গত ১৪ বছরে বাংলাদেশ বদলে গেছে।

প্রধানমন্ত্রী বলেন, আমরা করোনাকালীন সময়ে বিশেষ প্রণোদনা দিয়েছি। ফলে ব্যবসা-বাণিজ্য, শিল্প-কলকারখানা সব চালু ছিল। বিশেষ সুবিধা দেওয়ার ফলে বাংলাদেশের অর্থনীতি আমরা গতিশীল রাখতে পেরেছি।

তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন, ঝড়ঝাপটা এখনও থেমে যায়নি। আমাদের রিজার্ভের ওপরও চাপ পড়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আর পাল্টাপাল্টির স্যাংশনের ফলে এ অবস্থা হয়েছে। আমরা আপনাদের সহযোগিতা চাই।