Home রাজনীতি বিএনপির চিকিৎসা দরকার : কাদের

বিএনপির চিকিৎসা দরকার : কাদের

SHARE

ষড়যন্ত্র, দুর্নীতি, ভোট চুরি ও মানুষ হত্যার রাজনীতি করে বিএনপি অসুস্থ হয়ে গেছে। তাই তাদের চিকিৎসা দরকার বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (১৬ জানুয়ারি) আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, অসুস্থ হলে বিএনপি নেতারা হাসপাতালে যাবেন—এটা নিয়ে কটাক্ষের কিছু নেই। তবে অসুস্থ রাজনীতি করে অসুস্থ হলে বিএনপিকেও হাসপাতালে যেতে হবে। তাদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, শেখ হাসিনার অর্জন দেখে মনের জ্বালায় অসুস্থ হয়ে মির্জা ফখরুল ও মির্জা আব্বাস হাসপাতালে কি না, জানা নেই। তারা অসুস্থ হতেই পারেন। কিন্তু দলটাকে অসুস্থ করে ফেলেছেন। গোটা দলটাই অসুস্থ হয়ে গেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে চাইলে বাংলার মানুষ বসে থাকবে না।

এ সময় দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’কে ত্রুটিমুক্ত, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করার কথা বলা হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।