Home আইন আদালত ডিএমপির পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৯ কর্মকর্তা বদলি

ডিএমপির পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৯ কর্মকর্তা বদলি

SHARE

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
এতে বলা হয়েছে, শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক জিয়াউদ্দিন খানকে মিরপুর বিভাগের পিআই মিরপুর, মাহফুজুল হক বকশীকে লালবাগ বিভাগের পিআই চকবাজার, আব্দুল্লাহ আল শাকিলকে উত্তরা বিভাগের পিআই দক্ষিণ খান, পুলিশ পরিদর্শক মাসুদ রানাকে গুলশান বিভাগের ট্রাফিক পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
এ ছাড়া পুলিশ পরিদর্শক একেএম সাইফুল ইসলামকে লালবাগ ট্রাফিক বিভাগে, শরিফুল ইসলামকে ওয়ারী ট্রাফিক বিভাগে, আতাহার হোসেনকে ডিএমপির প্রটেকশন বিভাগে, জামিয়ুর রাশেদকে লালবাগ ট্রাফিক বিভাগ ও পবিত্র বিশ্বাসকে ওয়ারী ট্রাফিক বিভাগে বদলি করা হয়েছে।