Home খেলা এল ক্ল্যাসিকোর পর সৌদিতে এবার মিলান ডার্বির উত্তাপ

এল ক্ল্যাসিকোর পর সৌদিতে এবার মিলান ডার্বির উত্তাপ

SHARE

এল ক্ল্যাসিকোর উত্তাপ শেষ না হতেই সৌদি আরবেই এবার মিলান ডার্বি। রাতে ইতালিয়ান সুপার কাপে মুখোমুখি হবে এসি মিলান ও ইন্টার। কিং ফাহাদ আন্তর্জাতিক স্টেডিয়ামে রাত ১টায় শুরু হবে ম্যাচ।
ডার্বি দেল্লা ম্যাডোনিনা বা ডার্বি দি মিলানো। ফুটবল ইতিহাসের ঐতিহ্যবাহী এক ম্যাচ। ইতালিয়ান দুই জায়ান্ট এসি মিলান ও ইন্টারের দ্বৈরথ।
২৩৪তম মিলান ডার্বির অপেক্ষা। তবে ইতালিয়ান সুপার কাপে মাত্র দ্বিতীয়বার মুখোমুখি হতে যাচ্ছে দু’দল। ২০১১ সালে নেরাজ্জুরিদের ২-১ গোলে হারিয়েছিল রোজোনেরিরা।
চলতি মৌসুমেও ইতালিয়ান লিগে ইন্টারকে ৩-২ গোলে হারিয়েছে এসি মিলান। শেষ ৫ দেখায় স্টেফানো পিওলির শিষ্যদের জয় দুই ম্যাচে। ড্র আর হার একটি কোরে।
বিপরীতে লিগের শেষ ১০ ম্যাচে আট জয় সিমোনে ইনজাগির ইন্টারের। তবে ইনজুরির কারণে সান সিরোর ডার্বিতে খেলা হবে না গোলরক্ষক সামির হ্যান্ডানোভিচ ও মিডফিল্ডার মার্সেলো ব্রোজোভিচের। একই কারণে একাদশে থাকা নিয়ে শঙ্কা আছে রোমেলু লুকাকুর।
এসি মিলানেও আছে ইনজুরি জটিলতা। জ্লাতান ইব্রাহিমোভিচ, ক্রনিচ, আনতে রেবিচদের পাবেন না কোচ স্টেফানো পিওলি।
আগের ২৩৩ মিলান ডার্বিতে ইন্টার জিতেছে ৮৫ ম্যাচে, এসি মিলানের ৭৯।