Home বিনোদন ওয়েব ফিল্মে নতুন রূপে পূর্ণিমা

ওয়েব ফিল্মে নতুন রূপে পূর্ণিমা

SHARE

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। এবার ওয়েব ফিল্মে নতুন রূপে হাজির হচ্ছেন তিনি।

‘হোটেল রিলাক্স’ নামের একটি সিরিজে অভিনয় করছেন তিনি। আর এটি নির্মাণ করছেন কাজল আরেফিন অমি। ছবিতে একজন পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে ‘সুভা’ খ্যাত এই অভিনেত্রীকে।

এটি নির্মাতার প্রথম ওয়েব সিরিজ। বর্তমানে পুরান ঢাকা এবং আশপাশের কিছু এলাকায় শুটিং চলছে ছবিটির। এর আগে টিভি নাটক বানিয়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন অমি।

তিনি বলেন, এখন অধিকাংশ ওয়েব সিরিজই থ্রিলারধর্মী। প্লাটফর্মটির দর্শকরা থ্রিলার গল্প দেখে অনেক অভ্যস্ত। এই সিরিজের মাধ্যমে সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই আমি।

অমি আরও বলেন, দর্শকরা থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ নিয়মিত দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাচ্ছি, এই ধরনের গল্প আগে দেখেনি তারা।