Home জাতীয় আইনজীবী সহকারীরা বিচার ব্যবস্থার অপরিহার্য অংশ: স্পিকার

আইনজীবী সহকারীরা বিচার ব্যবস্থার অপরিহার্য অংশ: স্পিকার

SHARE

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, আইনজীবী সহকারীরা বিচার ব্যবস্থার অপরিহার্য অংশ। তারা সেবার প্রত্যয় নিয়ে দায়িত্ব পালন করেন বলেই বিচারপ্রার্থীদের ন্যায়বিচার প্রাপ্তি সহজ হয়েছে।

তিনি শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে ‘বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির ৫ম মহাসম্মেলন ২০২৩’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে এসব কথা বলেন।

স্পিকার আরও বলেন, আইনজীবী সহকারীরা যথাযথ আইনি কাঠামোর মধ্য দিয়ে যেন তাদের দায়িত্ব পালন করতে পারেন এবং তাদের জীবনমানের উন্নয়ন ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশ আজ সারাবিশ্বে উন্নয়নের রোল মডেল। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই শোষণ-বৈষম্যমুক্ত উন্নত ও সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গঠিত হবে।

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির সভাপতি মো. নুর মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম স্বাগত বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী আনিসুল হক, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলী, রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এবং এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির, সাধারণ সম্পাদক মো. আবদুন নুর দুলাল, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ বার কাউন্সিলের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান মো. রবিউল আলম বুদু, ভাইস চেয়ারম্যান সৈয়দ রেজাউর রহমান বক্তব্য রাখেন।

মহাসম্মেলনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি, বাংলাদেশ বার কাউন্সিলের নেতৃবৃন্দ, বিজ্ঞ আইনজীবী মহোদয়রা, বিভিন্ন জেলা থেকে আগত আইনজীবী সহকারী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।