বলিউডের হার্টথ্রব অভিনেত্রী নোরা ফাতেহি। নাচের ঝড়ে ভক্ত-অনুরাগীদের হৃদয়ে কাঁপন ধরাতে দারুণ পটু এই মডেল-নৃত্যশিল্পী। ফ্যাশন সচেতন হিসেবেও তার খ্যাতি কম নয়। তার উদাহরণ মাঝে মধ্যে পাওয়া যায়। এবার নতুন লুকে হাজির হয়ে তাক লাগালেন তিনি।
নোরা ফাতেহি তার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, নোরার পরনে কালো ও সোনালি রঙের মনোকিনি। মাথায় মুকুট, পায়ে সোনালি রঙের জুতা। দেখতে পুরোপুরি রানীর মতো দেখাচ্ছে তাকে। এমন লুকে প্রিয় অভিনেত্রীকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা।
স্পটবয় এক প্রতিবেদনে জানিয়েছে, দুবাইভিত্তিক একটি ফ্যাশন ব্র্যান্ডের জন্য এই লুকে ফটোশুটে অংশ নেন নোরা ফাতেহি।