Home জাতীয় দেশে স্বাস্থ্যসেবার ৭৭৮৫ জন করোনা আক্রান্ত

দেশে স্বাস্থ্যসেবার ৭৭৮৫ জন করোনা আক্রান্ত

SHARE

রাজধানীসহ সারা দেশে চিকিৎসক, নার্স এবং সংশ্লিষ্ট বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ করোনা আক্রান্ত হয়েছে মোট সাত হাজার ৭৮৫ জন।

আক্রান্তদের দুই হাজার ৬৮৮ জন চিকিৎসক, এক হাজার ৯৩১ জন নার্স এবং অন্যান্য কর্মকর্তা কর্মচারীর সংখ্যা তিন হাজার ১৬৬ জন।

বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব ডা. ইহতেশামুলহক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানী ঢাকায় ভাইরাসটিতে আক্রান্ত চিকিৎসক ও নার্সসহ অন্যান্য স্বাস্থ্যকর্মীর সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।

বলা হয়েছে, আক্রান্তদের মধ্যে গতকাল ২৯ আগস্ট পর্যন্ত ঢাকায় ৮০৮ জন চিকিৎসক, ৭৭৬ জন নার্স এবং ৪৪০ জন অন্যান্য স্বাস্থ্যকর্মী, কর্মকর্তা-কর্মচারী রয়েছেন। আর করোনা সংক্রমণ কিংবা করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন ৮১ জন চিকিৎসক।