Home আন্তর্জাতিক বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু কমেছে

SHARE

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৪৫২ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৯২ হাজার ৩৪৫ জন। আগের দিন (শনিবার) মৃত্যু হয়েছিল ৭৮০ জনের এবং শনাক্ত ১ লাখ ২১ হাজার ৮৬৮ জন।

রোববার (১২ ফেব্রুয়ারি) করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত জাপানে। দেশটিতে শনাক্ত হয়েছেন ২৭ হাজার ৩৭১ জন এবং মারা গেছেন ১৮১ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে মারা গেছেন ৩৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮৫১ জন। তাইওয়ান মৃত্যু ৮২ জন এবং আক্রান্ত ১৮ হাজার ৩০০। দক্ষিণ কোরিয়ায় মৃত্যু ১৬ জন এবং আক্রান্ত ১২ হাজার ৬৬৫ জন। ব্রাজিলে মৃত্যু ১২ জন এবং আক্রান্ত ২ হাজার ১৯৩।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ৫৩২ জন। এরমধ্যে মারা গেছেন ৬৭ লাখ ৮১ হাজার ৮৪৮ জন। সুস্থ হয়েছেন ৬৪ কোটি ৯৯ লাখ ৫২ হাজার ২৫৭ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।