Home আইন আদালত ৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

৪২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

SHARE

রাজধানীর বিমানবন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ৪২ কেজি গাঁজাসহ আল মামুন (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
রোববার (১২ ফেব্রুয়ারি) র‌্যাব-১০ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর থানাধীন বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
র‌্যাব-১০-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার মামুন পেশাদার মাদক কারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় তা সরবরাহ করে আসছিলেন।
মাদক মামলা দায়েরপূর্বক গ্রেপ্তার মাদক কারবারিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।