Home জাতীয় নতুন রাষ্ট্রপতিকে আবদুল হামিদের অভিনন্দন

নতুন রাষ্ট্রপতিকে আবদুল হামিদের অভিনন্দন

SHARE

বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
সোমবার বিকেলে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ফোন করে তিনি এই অভিনন্দন জানান। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানান।
আবদুল হামিদ টেলিফোনে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। আলাপকালে তারা পরস্পর কুশল বিনিময় করেন।
বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল। এক্ষেত্রে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে শপথ নিয়ে ২২তম রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে যেতে ‌ওই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হাবিবুল আউয়াল সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে মনোনয়নপত্র বাছাই শেষে নির্বাচনী কর্তার কার্যালয়ে মো. সাহাবুদ্দিনকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেন।
এরপর নির্বাচন কমিশন থেকে মো. সাহাবুদ্দিনকে নতুন রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।