ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি। অভিনয় ও রেস্তোরাঁ ব্যবসার পাশাপাশি সম্প্রতি রাজনীতিতেও সরব হয়েছেন তিনি। তবে ব্যস্ততা যতই থাকুক, সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত বিভিন্ন স্ট্যাটাস ও ছবি-ভিডিও শেয়ার করে ভক্তদের মাতিয়ে রাখেন এই নায়িকা।
মাহির ভাষ্যমতে, ‘আল্লাহ যা দিয়েছে তাই নিয়ে সুখে থাকো। সেই নেয়ামতগুলোকে পরিচর্যা করো। কোনো কিছু মনের মত না হলে, মনকে কন্ট্রোল করো।’
তিনি যোগ করেন, ‘বেশি সুখের আশায় আল্লাহর দেওয়া নেয়ামতগুলোকে পায়ে ঠেলো না। পরে কি হারালাম কি হারালাম করতে করতে এক জীবন চলে যাবে, কিন্তু সেগুলো আর ফিরে পাবে না।’
প্রসঙ্গত, ব্যবসায়ী ও রাজনীতিবিদ রকিব সরকারকে স্বামী হিসেবে পেয়ে স্বপ্নপূরণ হয়েছে মাহির। স্বামীকে নিয়ে ওমরাহ করে এসেছেন নায়িকা। প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যান তারা। এছাড়াও রাজনীতির মাঠেও স্ত্রীর ছায়াসঙ্গী হয়েই আছেন রকিব। সব মিলিয়ে দারুণ জমে উঠেছে মাহি-রাকিবের দাম্পত্য জীবন। সোশ্যাল মিডিয়ায় মাহির করা বিভিন্ন পোস্ট থেকে স্পষ্ট বোঝা যায়, বিয়ের পর স্বামীকে নিয়ে বেশ সুখেই আছেন তিনি। এই দম্পতির ভালোবাসার নমুনা প্রতিনিয়ত দেখছে নেটিজেনরা।