Home বিনোদন ‘শকুন্তলা’ হতে যত টাকা পারিশ্রমিক নিয়েছেন সামান্থা!

‘শকুন্তলা’ হতে যত টাকা পারিশ্রমিক নিয়েছেন সামান্থা!

SHARE

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে তার অভিনীত ‘শকুন্তলম’ ছবিটি। এতে নাম ভূমিকায় অভিনয় করেছেন তিনি। গেল ৯ জানুয়ারি ছবিটির ট্রেলার মুক্তি পর দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সামান্থা।

তবে গুঞ্জন উঠেছে, ছবটির জন্য নাকি কম পারিশ্রমিক নিয়েছেন তিনি। এতে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে আড়াই কোটি রুপি নিয়েছেন বলে জানা গেছে।

দক্ষিণী ছবির সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন সামান্থা। প্রতি ছবির জন্য ৩-৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি।

তা হলে হঠাৎ আড়াই কোটি রুপি পারিশ্রমিক নিলেন কেন সামান্থা?

এক প্রতিবেদনের সুত্রে জানা গেছে, ‘শকুন্তলম’ আরও তারকা খ্যাতি এনে দেবে বলে মনে করেন সামান্থা। আর এ কারণেই স্বেচ্ছায় তিনি নিজেই ৩ কোটি রুপি পারিশ্রমিক থেকে ৫০ লাখ রুপি কমিয়ে আড়াই কোটি রুপি নিয়েছেন। যা বাংলাদেশি মুদ্রায় ৩ কোটি ২১ লাখ টাকার বেশি।

এর আগে ছবিটির ট্রেলার মুক্তি অনুষ্ঠানে সামন্থা বলেছিলেন, জীবনে যতই সংগ্রামের সম্মুখীন হই না কেন, কখনও চলচ্চিত্র ছেড়ে দেব না। আমি চলচ্চিত্রকে যতটা ভালোবাসা দিয়েছি, চলচ্চিত্রও আমাকে ঠিক ততটাই ফিরিয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি, ‘শকুন্তলম’ ছবির মাধ্যমে এই ভালোবাসা বহু গুণে বাড়িয়ে দেবে আমাকে।

‘শকুন্তলা’ অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন পরিচালক গুণশেখর। সেই সঙ্গে ছবির চিত্রনাট্যও রচনা করেছেন নির্মাতা নিজেই। এতে আরও অভিনয় করেছেন শচীন খেদেকর, অনন্যা নাগাল্লা, মোহন বাবু, গৌতমী এবং অদিতি বালান। এ ছাড়াও ছবিটিতে আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহাকেও দেখা যাবে পর্দায়।

খবর : টলিউড ডটনেট