স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্য খাতকে আন্তর্জাতিক মানের করার ইচ্ছা রয়েছে সরকারের। করোনা নিয়ন্ত্রণে টিকাদান কর্মসূচিতে সেটা প্রমাণ হয়েছে। করোনায় বিশ্ববাসী যা পারেনি, বাংলাদেশ তা পেরেছে। বাংলাদেশ বিশ্বে রোল মডেল হয়েছে।
আজ শুক্রবার দুপুরে দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী।
তিনি বলেন, ভারতে পাঁচ লাখ লোক মারা গেছে, যুক্তরাষ্ট্রে ১০ লাখ লোক মারা গেছে। বাংলাদেশে এত পপুলেশন, এত ঘনবসতি—সেখানে মাত্র ২৯ হাজার লোক মারা গেছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে করোনার টিকাদানের হার ৯৮ শতাংশ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনের হার ৫০ শতাংশ।
তিনি বলেন, বাংলাদেশ থেকে একটি মানুষও যেন চিকিৎসা নিতে বিদেশে না যায়, সেজন্য কাজ করছি। একদিন বিদেশ থেকে, আশপাশের দেশ থেকে মানুষ চিকিৎসা নিতে আসবে বাংলাদেশে, এটাই আমরা আশা করি।
জাহিদ মালেক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হয়েছে। মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই হলো শেখ হাসিনার মূল লক্ষ্য।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশিদ আলম, ডিজি (শিক্ষা) অধ্যাপক ডা. মো. টিটো মিঞা, পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. শামিউল ইসলাম, এডি নাজমুল হক, এম আব্দুর রহিম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মোমেনুল হক, হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. নবীউর রহমান, কলেজের উপাধ্যক্ষ ডা. সৈয়দ নাদির হোসেন প্রমুখ।