কয়েকদিন আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন আগেই ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল। এবার বিয়ে করতে যাচ্ছেন আরও এক তারকা ক্রিকেটার । সোমবার নতুন সম্পর্কে জড়াতে যাচ্ছেন ভারতীয় পেসার শার্দুল ঠাকুর।
বিয়ের বিষয়টা আগে থেকেই ঠিক হয়ে ছিল শার্দুলের। ২০২১ সালেই মিতালি পাড়ুলকরের সঙ্গে বাগদান সেরে ফেলেন এই পেসার। মুম্বইয়ের বান্দ্রাতে বিয়ে করবেন তিনি।
মহারাষ্ট্রের এক বেকারি সংস্থার মালিক মিতালি। তার কোম্পানির বিভিন্ন খাদ্য দ্রব্য বিক্রি হয় গোটা বিশ্বজুড়ে। কেক, কুকিস, পাউরুটি, বান ও অন্যান্য খাবার তৈরি হয় তার বেকারিতে। এছাড়া চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবেও কাজ করেন তিনি।
আজ শনিবার থেকেই শুরু হয়েছে বিয়ের আনুষ্ঠানিকতা।