Home খেলা সবকিছুই স্বাভাবিক আছে : তামিম

সবকিছুই স্বাভাবিক আছে : তামিম

SHARE

বাংলাদেশ দলের ড্রেসিংরুমের অবস্থা ভালো না। বিরাজ করছে অস্বাস্থ্যকর পরিবেশ। এমন দাবি করছেন খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এমনটা মনে করেন না ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।
ইংল্যান্ডের বিপক্ষের ওয়ানডে সিরিজকে সামনে রেখে আজ রোববার (২৬ ফেব্রুয়ারি, ২০২৩) সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন তামিম।
ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে প্রশ্নে তামিমের উত্তর, ‘আমার কাছে মনে হয় দলের আবহাওয়া খুবই ভালো। আজকে থেকেই না অনেক দিন ধরেই ভালো। যেটার রেজাল্টও আপনারা দেখছেন। আমরা ওয়ানডেতে শেষ ৫-৬ বছর ধরে ভালো ছিলাম। আমরা যাদি শেষ ৫-৬টা সিরিজ দেখি আমরা ম্যাক্সিমাম জিতেছি। যখন একটা হ্যাপি (ভালো পরিবেশ অর্থে) ড্রেসিংরুম থাকে তখন এসব অর্জন সহজ জয়। আমি কোনো পার্থক্য দেখি না, সবকিছুই স্বাভাবিক।’
এর আগে গতকাল একটি ক্রিকেটবিষয়ক ওয়েবসাইটে বিসিবি সভাপতি জানিয়েছিলেন ওয়ানডে অধিনায়ক তামিম ও সাকিব আল হাসানের মধ্যকার সম্পর্ক ভালো না। এটার প্রভাব পড়ছে ড্রেসিংরুমে।
পাপন বলেছেন, ‘এটা মোটেও স্বাস্থ্যকর ড্রেসিংরুমের চিত্র নয়। আমি নিশ্চিতভাবেই বলছি। যে জিনিসটা (তামিম ও সাকিবের মাঝে সম্পর্কের ফাটল) এমন না যে আমি এটা সমাধানের চেষ্টা করিনি। আমি দুজনের সঙ্গে কথা বলেছি এবং বুঝতে পেরেছি এই মুহূর্তে দুজনের এই সমস্যা সহজে সমাধান হবে না। এটা আমার পর্যবেক্ষণ।’