Home বিনোদন মারাত্মক দুর্ঘটনার শিকার সামান্থা রুথ প্রভু

মারাত্মক দুর্ঘটনার শিকার সামান্থা রুথ প্রভু

SHARE

একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছেন দক্ষিণের জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ প্রভু। সম্প্রতি শুটিং সেটে মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েছেন এই অভিনেত্রী। ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে খবরটি নিজেই জানিয়েছেন তিনি।

ওই ছবিতে দেখা গেছে, ওয়েব সিরিজ ‘সিটাডেল’র একটি অ্যাকশন দৃশ্যে শুটিং করার সময় দুর্ঘটনার কবলে পড়েন তিনি। এতে তার দুই হাতের আঙুল ও কবজিতে চোট পেয়েছেন।

সামান্থাকে হাতে গ্লাভস পরে ঘুষি মারার দৃশ্য অভিনয় করতে হয়েছে বলে জানা গেছে। মাত্রই রোগমুক্ত হয়েছেন তিনি। এর মধ্যেই ফের নতুন বিপদে পড়লেন। বিপদ যেন তার পিছু ছাড়ছে না।

আরও পড়ুন: সাকিব আল হাসানের স্ত্রীর রূপে রাজ রিপা
সিরিজটিতে বরুণ ধাওয়ানের সঙ্গে পর্দায় দেখা যাবে এই অভিনেত্রীকে। ‘সিটাডেল’র হিন্দি সংস্করণটি নির্মাণ করছেন রাজ অ্যান্ড ডিকে।

এর আগে সামান্থা জানিয়েছিলেন, বেশ কিছু অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে হবে তাকে। প্রত্যেকটি দৃশ্যেই রয়েছে ব্যাপক ঝুঁকি। আর সেই ঝুঁকি নিতে গিয়েই আহত হলেন সামান্থা।

খবর : হিন্দুস্তান টাইমস