ইতালিয়ান লিগে ঘরের মাঠে হোঁচট খেয়েছে টেবিলের শীর্ষ দল নাপোলি। লাৎসিওর কাছে ১-০ গোলে হেরে গেছে তারা।
ডিয়েগো আরমান্দো মারাডোনা স্টেডিয়ামে শুরু থেকেই গোলের জন্য মারিয়া হয়ে খেলে দুদল। তবে প্রথমার্ধ্বে কোনো দলই গোল করতে পারেনি।
দ্বিতীয়ার্ধ্বে আক্রমণের ধার ধরে রাখে শীর্ষ দুইদল। ৬৭ মিনিটে ডেডলক ভাঙে লাৎসিও। ডি বক্সের বাইরে থেকে উরুগুয়ের মিডফিল্ডার মাতিয়াস ভেকিনোর বুলেট গতির শটে এগিয়ে যায় তারা। বাকি সময়ে আর কোনো গোল হয়নি।
হারলেও ২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকছে নাপোলি। সমান ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লাৎসিও।