Home আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিমিশনে মালি গেলেন ১৪০ পুলিশ সদস্য

জাতিসংঘ শান্তিমিশনে মালি গেলেন ১৪০ পুলিশ সদস্য

SHARE

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য পশ্চিম আফ্রিকার দেশ মালির উদ্দেশে ঢাকা ছেড়েছেন। ‘ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড স্টাবিলাইজেশন মিশন ইন মালি’ নামের মিশনে যোগ দেবেন তারা।
আজ শনিবার (৪ মার্চ) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. মনজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
এর আগে শুক্রবার রাতে বিশেষ ফ্লাইটে মালির রাজধানী বামাকো এবং তিম্বুক্ত রিজিয়নের গুন্দামের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন ১৪০ পুলিশ সদস্য।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডেপুটি কমান্ডার মু. জালাল উদ্দিন ফাহিমের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ (বিএএনএফপিইউ-১) এর নবম রোটেশনের ৭০ জন রয়েছেন। একই সঙ্গে ডেপুটি কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-২ (বিএএনএফপিইউ-২) এর পঞ্চম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি কন্টিনজেন্ট দুটির অগ্রগামী দলের ১৪০ সদস্য মিশন এলাকায় গমন করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ হেডকোয়ার্টার্সের ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস উইংয়ের কর্মকর্তারা তাদেরকে বিদায় জানান।
বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিট-১ (বিএএনএফপিইউ-১) এর পুলিশ সদস্যরা ২০১৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। এ ছাড়া ২০১৭ সাল থেকে বিএএনএফপিইউ-২ ইউনিটটি মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে।