Home জাতীয় বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

বঙ্গবন্ধু রেলসেতুর মালামাল নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

SHARE

বঙ্গবন্ধু রেলসেতুর যন্ত্রাংশ নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে এমভি হাইডং-০৯ নামের একটি বিদেশি জাহাজ।
আজ রোববার (৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি।
মোংলা বন্দরের সচিব (বোর্ড ও জনসংযোগ) কালাচাঁদ সিংহ জানান, ২৪ ফেব্রুয়ারি ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলসেতুর যন্ত্রাংশ নিয়ে ছেড়ে আসে এমভি হাইডং-০৯। এরপর রোববার বেলা সাড়ে ১১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভিড়ে জাহাজটি। জাহাজটিতে ১৭১ প্যাকেজে ১ হাজার ৫৫৬ মেট্রিক টন বিভিন্ন ধরনের মালামাল রয়েছে।
এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান বলেন, দুপুর ২টা থেকে পণ্য খালাস শুরু হবে। এরপর নদী পথে এসব পণ্য বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর ডিপোতে নেওয়া হবে। ৭ মার্চ জাহাজটি মোংলা বন্দর ত্যাগ করবে।