Home খেলা ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে রক্ষা নিউজিল্যান্ডের

ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে রক্ষা নিউজিল্যান্ডের

SHARE

টেস্টের দ্বিতীয় দিন দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় নিউজিল্যান্ড। ম্যাচের নিয়ন্ত্রণটাও অনেকটা চলে যায় শ্রীলঙ্কার হাতে। এমন বিপদের মুখে কিউইদের ঢাল হয়ে দাঁড়ান ড্যারিল মিচেল। খাঁদের কিনারা থেকে দলকে টেনে তোলার পাশাপাশি তুলে নেন সেঞ্চুরি। তাঁর শতকে চড়ে ক্রাইস্টচার্চ টেস্টে তৃতীয় দিন নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড।
আজ শনিবার (১১ মার্চ) টেস্টের তৃতীয় দিন প্রথম ইনিংসে ৩৭৩ রানে থামে নিউজিল্যান্ড। পাঁচ নম্বরে নেমে ১০২ রানের চমৎকার ইনিংস উপহার দেন মিচেল। দ্বিতীয় দিন ব্যাট করতে নামা মিচেল উইকেটে টিকেছেন ২৯৯ মিনিট। ১৯৩ বলে নিজের ইনিংসটি সাজিয়েছেন ৬টি চার ও দুই ছক্কা দিয়ে।
মিচেলের পাশাপাশি ব্যাট হাতে ৭২ রানের ইনিংস উপহার দেন ম্যাট হেনরি। ১০৭ মিনিটে তিনি খেলেন ৭৫ বল। শেষ দিকে নেইল ওয়াগনার করেন ২৭ রান।
বিপরীতে আজই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে উল্টো চাপে পড়ে গিয়েছে শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমে ৮৩ রানে তিন উইকেট হারিয়েছে সফরকারীরা। দিন শেষে মাত্র ৬৫ রানের লিড নিতে পেরেছে শ্রীলঙ্কা। দিন শেষে অ্যাঞ্জেলো ম্যাথুস ২০ এবং প্রবাথ জয়াসুরিয়া ২ রানে অপরাজিত আছেন।
এর আগে দুর্দান্ত বোলিংয়ে কিউইদের চাপে রেখে ক্রাইস্টচার্চ টেস্টের দ্বিতীয় দিন শেষ করেছিল লঙ্কানরা। ম্যাচের প্রথম ইনিংসে স্কোরবোর্ডে ৩৫৫ রান তোলে শ্রীলঙ্কা। যার বিপরীতে প্রথম ইনিংসে মাঠে নেমে ১৬২ রান তুলতেই গতকাল ৫ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। লঙ্কানদের রান থেকে ১৯৩ রানে পিছিয়ে থেকে গতকাল শুক্রবার (১০ মার্চ) টেস্টের দ্বিতীয় দিন শেষ করে টিম সাউদির দল।
প্রথম ইনিংসে গতকাল ব্যাট করতে নেমে শুরুটা ভালোই হয় নিউজিল্যান্ডের। শুরুর উইকেটে দুই ওপেনার টম ল্যাথাম ও ডেভন কনওয়ে মিলে গড়েন ৬৭ রানের জুটি। এই জুটি ভাঙার পরই বিপদে পড়ে নিউজিল্যান্ড।
আসিথা ফার্নান্দোর বলে বোল্ড হয়ে ১৪৪ বলে ৬৭ রান করে সাজঘরে ফেরেন ল্যাথাম। ৩০ রানের মাথায় আরেক ওপেনার কনওয়েকেও নিজের ফাঁদে ফেলেন ফার্নান্দো। এরপর উইলিয়ামসন ও হেনরি নিকোলসকে টিকতে দেননি লাহিরু কুমারা। টম ব্লান্ডেলকে বিদায় করেন রাজিথা। তাতেই স্বস্তি নিয়ে দিন শেষ করে শ্রীলঙ্কা। কিন্তু সেই স্বস্তি আজ কেড়ে নিলেন মিচেল। ব্যাটিং দাপটে এগিয়ে নিলেন নিউজিল্যান্ডকে। ফলে তৃতীয় দিন শেষে চাপে আছে শ্রীলঙ্কা।