দেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। বরাবরই সোশ্যাল মিডিয়ায় নানা বিষয় নিয়ে সরব থাকেন এই নির্মাতা। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মুক্তি পেয়েছে ফারুকী নির্মিত বহুল আলোচিত ছবি ‘শনিবার বিকেল’।
সোমবার (১২ মার্চ) নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবিটির কয়েকটি দিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি। সেখানেই ফিল্মমেকিংয়ে কষ্ট থাকলেও জীবন সুন্দর হয় বলে মন্তব্য করেছেন ফারুকী।
ফারুকীর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হল-
থ্যাংক ইউ, মেরিল্যান্ড! থ্যাংক ইউ, ফ্লোরিডা!
সকাল থেকে ভাবছি মেরিল্যান্ডের ফ্লাইট কীভাবে বাতিল করা যায়। এই ঠান্ডায় এত দুর যাব? রায়হান আর বিরাজের চাপে ফাইনালি শরীরটাকে তুলে এয়ারপোর্টের পর্যন্ত নিয়ে যাই।
আমাকে ঠেলে আনার অপরাধে ওদের উপর সকালে হইছিল রাগ, আর এখন হইতেছে প্রেমভাব।
মেরিল্যান্ডে আজকের ফুল হাউজ স্ক্রিনিং ছিল একটা এক্সিলেন্ট এক্সপেরিয়েন্স। এনগেজড অডিয়েন্সের চেয়ে সুন্দর কিছু আমরা ফিল্মমেকাররা আর কি চাইতে পারি! তার চেয়ে বড় কথা হচ্ছে কিউ এন্ড এ-তে দর্শক যদি আপনার হয়ে সব ইন্টারপ্রেটেশন দিয়ে দেয়, এর চেয়ে সুন্দর আর কি হইতে পারে!
ভালো মন নিয়া ডিনার খাইতে আইসা ফ্লোরিডা থেকে ফোন আসল! সেখান থেকে ভিডিও কলে হাউসফুল অডিয়েন্সের রিঅ্যাকশন পাইয়া মনে হইল ফিল্মমেকিংয়ে কষ্ট থাকলেও জীবন হয় সুন্দর!