দুই ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লীগের (বিপিএল) শিরোপা নিশ্চিত করলো বসুন্ধরা কিংস। দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হওয়ায় চলতি মৌসুমে বিপিএলে খেলার সুযোগ পায় কিংস। বাংলাদেশের ঘরোয়া ফুটবলের ইতিহাসে প্রথম দল হিসেবে অভিষেকেই শিরোপা নিশ্চিত করলো তারা। মৌসুমের শুরুতে স্বাধীনতা কাপের শিরোপা জিতে বসুন্ধরা। অভিষেকেই দুই শিরোপা জেতার এমন কীর্তি নেই দেশের অন্য কোনো ক্লাবের।
বৃহস্পতিবার (২৫ জুলাই) নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে মোহামেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে ১-১ গোলে ড্র করে চলতি আসরের শিরোপা নিশ্চিত করলো কোচ অস্কার ব্রুজেনের শিষ্যরা। ম্যাচের ১৭তম মিনিটেই মালির ফরোয়ার্ড সোলাইমানে দিয়াবাতের গোলে এগিয়ে গিয়েছিল মোহামেডান। কিন্তু ৩৭তম মিনিটে অধিনায়ক ড্যানিয়েল কলিনদ্রেসের বানিয়ে দেয়া বল থেকে বসুন্ধরাকে সমতায় ফেরান ব্রাজিলিয়ান তারকা মার্কোস ভিনিসিয়ুস।
২২ ম্যাচ শেষে ২ ম্যাচ হাতে রেখে শিরোপা জেতা বসুন্ধরা কিংসের পয়েন্ট ৫৯। এর মধ্যে জয় ১৯টি, ২টি ড্র ও মাত্র ১টিতে হার।
দ্বিতীয় স্থানে থাকা আবাহনী লিমিটেডের সংগ্রহ ২৩ ম্যাচে ১৮ জয়, ১ ড্র ও ৪ হারে ৫৫ পয়েন্ট।