Home বিনোদন অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত অভিনেত্রী দিব্যা

অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে আহত অভিনেত্রী দিব্যা

SHARE

অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছেন বলিউড অভিনেত্রী, চলচ্চিত্র প্রযোজক এবং পরিচালক দিব্যা খোসলা কুমার। তাই সুস্থ হয়ে ওঠার জন্য সবার কাছে আশীর্বাদ চেয়েছেন অভিনেত্রী।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী, দিব্যার বাম দিকের গাল প্রায় পুরোটা লাল। দগদগে ক্ষত। সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন দিব্যা। গত ১৫ মার্চ এক পোস্টে অভিনেত্রী নিজেই জানিয়েছেন আহত হওয়ার খবর।
দিব্যার আহত হওয়ার খবর ছড়িয়ে পড়তেই পোস্টের নিচে ঝাঁপিয়ে পড়েছেন নেটাগরিকরা। সবাই তার দ্রুত সুস্থতা কামনা করছেন। একজন লিখেছেন, খুবই খারাপ খবর। নিজের যত্ন নিন, অবশ্যই সুস্থ হয়ে উঠবেন। আমরা তো শুধু প্রার্থনা করতে পারি।

কেউ লিখেছেন, মন খারাপ করবেন না। সব ঠিক হয়ে যাবে। ঈশ্বর আপনার সঙ্গে রয়েছেন। আবার কেউ মন্তব্য করেছেন, নিজের যত্ন নিন। আবারও আপনাকে আগের মতো পর্দায় দেখতে চাই।
এদিকে অভিনেত্রী আহত হওয়ার খবর জানালেও, কোন সিনেমার সেটে এ ঘটনা ঘটেছে তা জানাননি। তবে সংবাদমাধ্যম বলছে, ‘ইয়ারিয়া-২’ সিনেমার শুটিং করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন দিব্যা।
সিনেমাটিতে নায়িকার সঙ্গে রয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত, হিমাংশু কোহলি, রাকুলপ্রীত সিং প্রমুখ। রাধিকা রাও পরিচালনা করছেন সিনেমাটি।