সাকিব আল হাসান ৭ হাজার ওয়ানডে রানের মাইলফলকে নাম লিখলেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ২০তম ওভারে কুর্টিস ক্যাম্ফারের শেষ বলে ১ রান নিয়ে এই কীর্তি গড়েন বাংলাদেশের অলরাউন্ডার। সাত হাজার ছুঁতে ২৪ রান দরকার ছিল সাকিবের।
এই ক্লাবে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব। তার আগে এই মাইলফলক স্পর্শ করে প্রথম বাংলাদেশি হিসেবে রেকর্ড গড়েছিলেন তামিম। ২৩৩ ওয়ানডে খেলে তামিম ১৪টি সেঞ্চুরি ও ৫৫টি ফিফটিতে করেছেন ৮ হাজার ১৪৬ রান। এদিকে মুশফিকুর রহিমের রান এখন ৬ হাজার ৯০১, ৭ হাজারের ক্লাবে ঢুকতে লাগবে আর মাত্র ৯৯ রান।
সাকিব ৭ হাজার রান করেছেন ২২৮টি ওয়ানডে খেলে। যেখানে সেঞ্চুরি করেছেন ৯টি ও ফিফটি ৫২টি। আর মুশফিক ২৪২ ম্যাচ খেলে ৮ সেঞ্চুরি ও ৪৩টি ফিফটিতে করেছেন ৬৯০১ রান।