Home খেলা ৭ রানের আক্ষেপ নিয়ে ফিরলেন সাকিব

৭ রানের আক্ষেপ নিয়ে ফিরলেন সাকিব

SHARE

প্রায় চার বছর পর সেঞ্চুরির সুবাস পাচ্ছিলেন সাকিব আল হাসান। ২০১৯ সালের ১৭ জুন শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে তিন অঙ্কের ঘরে রান করেন। এর মাঝে ২০২১ সালের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে সুযোগ পেয়েও ৯৬ রানে বিদায় নেন।
এবারও আক্ষেপে পুড়লেন সাকিব, ৭ রানের জন্য। ৯৩ রানের ইনিংস খেলে থামলেন বাঁহাতি ব্যাটার। ৬৫ বলে ২ চারে পঞ্চাশ করার পর আগ্রাসী হয়ে ওঠেন তিনি। ৩৫তম ওভারে হ্যারি টেক্টরকে পাঁচ চার মেরেছিলেন। এরপর সতর্ক ব্যাটিং করতে থাকেন। ৩৮তম ওভারে গ্রাহাম হিউমের বলে পেছনে লোর্কান টাকারের গ্লাভসে ধরা পড়েন। ৮৯ বলে ৯ চারে সাজানো ছিল তার ইনিংস।
এ প্রতিবেদন লেখার সময় ৩৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২২৩ রান। ক্রিজে ৬২ রানে ব্যাট করছেন হৃদয় এবং ১ রানে ব্যাট করছেন মুশফিকুর রহিম।
এদিন খেলতে নেমে আরও একটি রেকর্ড গড়েছেন সাকিব আল হাসান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এই ম্যাচে ২৪ রান করার মধ্যে দিয়ে সাকিব পৌঁছে গেছেন ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলকে।